agencies
Donor Agencies
তহবিল
এই ফাউন্ডেশনের তহবিল নিম্নবর্ণিত উৎসসমূহ থেকে গঠিত হবেঃ
ক) সদস্যদের চাঁদা ও দান-অনুদান।
খ) শুভাকাংখীদের দান/অনুদান।
গ) সরকারী, বেসরকারী ও বিদেশী সাহায্য সংস্থার বা প্রতিষ্ঠানের অনুদান।
ঘ) উলে-খ্য যে, এই ফাউন্ডেশনের বাংলাদেশ সরকার ১৯৭৮ইং সনের ফরেন ডোনেশান এ্যাক্ট (ভলান্টারী একটিভিটিজ) রেগুলেশান্স এর বিধি বিধান অনুসারন করা হবে।
আয় ও ব্যায়
ফাউন্ডেশনের সকল আয়-উপার্জন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেবল মাত্র উহার উদ্দেশ্যসমূহ বাড় বায়নে ব্যয় করা হইবে এবং সদস্যদের মধ্যে লভ্যাংশ বা বোনাস, বেতন, ভাতা, ডিভিডেন্ট, মুনাফা, সম্মানী, পকেটমানী বা অন্য কোন আকারে বণ্টন করা যাবে না।
অবসায়ন
প্রতিষ্ঠানের অবসায়নের পূর্বে উহার সকল দায়-দেনা পরিশোধ করে যা কিছু অবশিষ্ট থাকবে তা প্রতিষ্ঠানের সাধারণ সভায় উপস্থিত সদস্যগণের তিন-পঞ্চমাংশ সদস্যদের ভোটে গৃহীত সিদ্ধা মোতাবেক অবসায়নের কাজ সম্পন্ন করা হবে এবং সম উদ্দেশ্যে গঠিত অন্য কোন সমিতি/ পরিষদকে হাজ্জ্বর করা হবে। উহা অন্য সদস্যদের মধ্যে লাভ বা বোনাস আকারে বন্টনকরা যাবে না।

যে সকল বিদেশী সংস্থা আর্থিক অনুদান এবং সহযোগিতা প্রদান করেন।

বাংলাদেশের সমাজ উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, এবং দারিদ্র্য নিরসনে কাজ করা উল্লেখযোগ্য বিদেশি দাতা সংস্থাগুলোর একটি সুন্দর তালিকা নিচে দেওয়া হলো:

সমাজ উন্নয়নে কাজ করা সংস্থা
ইউনিসেফ (UNICEF)
  • শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, এবং পুষ্টি উন্নয়নে কাজ করে।
  • বিশেষত মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য, স্যানিটেশন, এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে।
ইউএনডিপি (UNDP)
  • টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে সমাজের দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে কাজ করে।
  • কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা।
CARE International
  • দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে।
  • নারীদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখে।
অক্সফাম (Oxfam)
  • দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং মানবাধিকার রক্ষায় কাজ করে।
  • খাদ্য নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে সম্পৃক্ত।
স্বাস্থ্য খাতে কাজ করা সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
  • প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, রোগ প্রতিরোধ, এবং মহামারি মোকাবিলা।
  • টিকা কার্যক্রম এবং স্বাস্থ্যসেবার নীতিমালা উন্নয়নে সহায়তা।
গেভি (Gavi, the Vaccine Alliance)
  • বাংলাদেশে শিশু এবং প্রাপ্তবয়স্কদের টিকা কর্মসূচি পরিচালনা।
গ্লোবাল ফান্ড (The Global Fund)
  • যক্ষ্মা, ম্যালেরিয়া, এবং এইচআইভি/এইডস প্রতিরোধে সহায়তা।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
  • সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে।
কৃষি উন্নয়নে কাজ করা সংস্থা
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)
  • টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করে।
  • মাছ ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)
  • গ্রামীণ কৃষি এবং ক্ষুদ্র কৃষকের উন্নয়ন প্রকল্পে কাজ করে।
জাইকা (JICA)
  • বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তি প্রবর্তন এবং সেচ ব্যবস্থার উন্নয়ন।
সিমিট (CIMMYT)
  • গম এবং ভুট্টা চাষে গবেষণা ও উন্নয়ন।
দারিদ্র্য নিরসনে কাজ করা সংস্থা
বিশ্বব্যাংক (World Bank)
  • কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সরাসরি অর্থায়ন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
  • অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন।
ডিএফআইডি (DFID)
  • দারিদ্র্য বিমোচন, শিক্ষা, এবং স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)
  • পুষ্টি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে।
ইউএসএআইডি (USAID)
  • দারিদ্র্য নিরসন, কৃষি, এবং খাদ্য নিরাপত্তা প্রকল্পে সহায়তা প্রদান।
নারী উন্নয়ন খাতে কাজ করা গুরুত্বপূর্ণ বিদেশি সংস্থা
ইউএন উইমেন (UN Women)
  • নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা, এবং নারীর অধিকার রক্ষায় কাজ করে।
  • নারী নির্যাতন প্রতিরোধ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং নেতৃত্বের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত।
ইউনিসেফ (UNICEF)
  • কিশোরী ও তরুণীদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নে কাজ করে।
  • বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা পালন করে।
CARE International
  • দরিদ্র নারীদের কর্মসংস্থান, আর্থিক সুরক্ষা, এবং উদ্যোক্তা উন্নয়নে কাজ করে।
  • নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা।
অক্সফাম (Oxfam)
  • নারীর নেতৃত্ব উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখে।
  • কৃষি খাতে নারীদের অন্তর্ভুক্তি এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার উদ্যোগ নেয়।
ইউএসএআইডি (USAID)
  • নারী শিক্ষার প্রসার এবং নারীর নেতৃত্ব বিকাশে সহায়তা প্রদান।
  • নারীর অধিকার ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন।
ডিএফআইডি (DFID)
  • যুক্তরাজ্যের এই সংস্থা নারীর কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে কাজ করে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
  • নারীর স্বাস্থ্য, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে।
জাইকা (JICA)
  • কর্মমুখী শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে।
  • ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান।
আইএফআরসি (IFRC)
  • নারী ও শিশুদের সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেয়।
ইউএনডিপি (UNDP)
  • নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে।
  • জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
নারী উন্নয়নে এ সংস্থাগুলোর প্রধান কার্যক্রম
শিক্ষা ও প্রশিক্ষণ:
  • নারী ও কিশোরীদের জন্য কারিগরি শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মমুখী প্রশিক্ষণ।
স্বাস্থ্যসেবা:
  • মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এবং পুষ্টি উন্নয়নে বিশেষ প্রোগ্রাম।
অর্থনৈতিক ক্ষমতায়ন:
  • ক্ষুদ্র ঋণ প্রদান, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ:
  • নারী নির্যাতন, বাল্যবিবাহ, এবং যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
নেতৃত্ব বিকাশ:
  • নারী নেতৃত্বের উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণে সহায়তা।

বাংলাদেশে বাস্তবায়িত কিছু প্রকল্প

  • “JOYEE” প্রোগ্রাম: UN Women-এর উদ্যোগে নারীর অর্থনৈতিক স্বাধীনতা।
  • “অপরাজিতা” প্রকল্প: CARE-এর সহায়তায় নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন।
  • “শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি”: ইউনিসেফ এবং DFID-এর যৌথ প্রকল্প।